9th April, 2025

কুণাল সরকারের উদ্যোগে ফ্রি কার্ডিয়াক ক্যাম্প! হার্টের সমস্যা নিয়ে এগরায় হাজির শয়ে শয়ে মানুষ

images/b2.jpg

হার্ট অ্যাটাক আর মৃত্যু - শব্দ দুটো যেন একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। একটা সময় ছিল যখন, পঞ্চাশের আগে কোন ব্যক্তির হার্টের সমস্যা খুব একটা দেখা দিত না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হৃদরোগ খুবই সাধারণ হয়ে উঠেছে। প্রায়শই দেখা যাচ্ছে, গতকাল পর্যন্ত সুস্থ থাকা কোনও ব্যক্তি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ছেন। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের মধ্যেও বাড়ছে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।

কিন্তু, সময় থাকতে থাকতেই যদি সতর্ক হওয়া যায়, তাহলে অবশ্য বহুক্ষেত্রেই হার্ট অ্যাটাক বা হার্টের অন্যান্য সমস্যাকে অনেকাংশেই দূর করা সম্ভব‌। তাই, সবার আগে আট থেকে আশি সকলের ক্ষেত্রেই বিশেষ সচেতনতার প্রয়োজন। আর সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই গত ১৮ এপ্রিল এগরাতে এক বিশেষ 'কার্ডিয়াক ক্যাম্পে'র আয়োজন করেছিল ফার্মারোজ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক। আর এগরা ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত এই কার্ডিয়াক ক্যাম্পের মূল উদ্যোক্তা ছিলেন

ভারতের অন্যতম শ্রেষ্ঠ হার্ট সার্জেন ডাঃ কুণাল সরকার।

সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলেছে এই ক্যাম্প। প্রায় দুশোরও বেশি মানুষ এই ক্যাম্প থেকে পরিষেবা পেয়েছেন। বলা বাহুল্য, মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের সিনিয়র কার্ডিয়াক সার্জেন কুণাল সরকারের উপস্থিতিতে সকল রোগীই তাদের শারীরিক সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতে পেরেছেন। এমনকি এই বিশিষ্ট চিকিৎসকের অভিজ্ঞতা ও তার মানবিক সেবায় রোগীরা ভীষণভাবে উপকৃতও হয়েছেন।

রোগীদের কথাতেই একটা বিষয় স্পষ্ট যে; শুধুমাত্র চিকিৎসাই নয়, ডাঃ কুণাল সরকারের ব্যক্তিত্ব ও তার আন্তরিকতার ছোঁয়া, ক্যাম্পে হাজির সব মানুষেরদেরই মন জয় করে নিয়েছে। বহু রোগী এই বিশিষ্ট চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন,"স্যারকে দেখিয়ে আমি ধন্য হয়ে গেলাম"। আবার কেউ বলেছেন, "Very good doctor, seen in camp. He is like GOD." ডাঃ কুণাল সরকারের ফেসবুক প্রোফাইলে চোখ রাখলেই অবশ্য সেদিনের সেই ছবি চোখে পড়বে।

এই প্রসঙ্গে বলা যায় যে, এই ধরনের বিনামূল্যের হেল্থ ক্যাম্প শুধুমাত্র সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ায় না, বরং হৃদরোগ সংক্রান্ত সমস্যাগুলোও দ্রুত শনাক্ত করতে খুবই সাহায্য করে। ফলে, এগরা ও তার সংলগ্ন মানুষদের কাছে হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এটি ছিল এক সুবর্ণ সুযোগ। আমজনতার কাছে বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের বার্তা একটাই, 'আপনার হার্টের যত্ন নিন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন।' পাশাপাশি এইরকম আরও হেল্থ ক্যাম্প আয়োজনের জন্য ফার্মারোজ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক এবং মেডিকা হাসপাতালকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Share this:

Comments

  • Kaustav
    30th April, 2025

    Very thoughtfully written.

Leave a Reply

Featured Video

Weather Forecast

Calendar