14th April, 2025

বিনামূল্যে হার্ট ক্যাম্প! প্রখ্যাত চিকিৎসক কুণাল সরকারের 'সেবা'য় উপকৃত কোচবিহারের মানুষ

images/bnd-1.jpg

মৃত্যু যে নিশ্চিত, একথা সকলেরই জানা। কিন্তু আজকাল হঠাৎ করেই হার্ট অ্যাটাকের কারণে যেভাবে তরুণ প্রজন্ম অকালে চলে যাচ্ছে, সেটা খুবই দুঃখজনক। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত চিকিৎসকমহলও। সেই কারণেই চিকিৎসকদের তরফে বারংবার হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সম্পর্কে ওয়াকিবহাল করার পাশাপাশি সকলকের উদ্দেশ্যেই সতর্কবাণী দেওয়া হচ্ছে‌। চিকিৎসকদের মতে, সময় থাকতে থাকতে যদি হার্টের সমস্যাগুলোকে চিহ্নিত করা যায়, তাহলে সেক্ষেত্রে বড় বড় রোগের ঝুঁকি থেকেও নিজেকে রক্ষা করা সম্ভব।

এবার সাধারণ মানুষকে আরও সচেতন করার উদ্দেশ্যেই কোচবিহার শহরে অনুষ্ঠিত হল এক ফ্রি 'কার্ডিয়াক ক্যাম্প'। এম জে এন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই হার্ট সংক্রান্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত কার্ডিয়াক সার্জেন ও মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান চিকিৎসক কুণাল সরকার। গত ২৭ এপ্রিল,  রবিবার এম জে এন ক্লাবে এই হেল্থ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলেছে বিনামূল্যের এই কার্ডিয়াক ক্যাম্প।

প্রখ্যাত চিকিৎসক কুণাল সরকার নিজে ক্যাম্পে আগত প্রত্যেকের চেক আপ করেন। পাশাপাশি, ক্যাম্পে যারা যারা হাজির হয়েছিলেন তাদের সঙ্গেও হার্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও কিভাবে নিজেকে সুস্থ রাখা যাবে সেই বিষয়েও আলোচনা করেন। ইতিমধ্যেই ডাঃ কুণাল সরকারের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে সেদিনের সেই ছবি। কোচবিহারে আয়োজিত এই ক্যাম্পের মাধ্যমে বহু মানুষ যে উপকৃত হয়েছেন তা বলাই বাহুল্য।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই দুর্দান্ত উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। রোগীদের কথাতেই একটা বিষয় স্পষ্ট যে; শুধুমাত্র চিকিৎসাই নয়, ডাঃ কুণাল সরকারের ব্যক্তিত্ব ও তার আন্তরিকতার ছোঁয়া, ক্যাম্পে হাজির সব মানুষেরদেরই মন জয় করে নিয়েছে। এই প্রসঙ্গে বলা যায় যে, এই ধরনের বিনামূল্যের হেল্থ ক্যাম্প সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি হৃদরোগ সংক্রান্ত সমস্যাগুলোও দ্রুত শনাক্ত করার ক্ষেত্রে খুবই কার্যকরী।

তাই সব মিলিয়ে বলা যায়, হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কোচবিহার ও তার সংলগ্ন মানুষদের কাছে এটি একটি দুর্দান্ত সুযোগ ছিল। আমজনতার কাছে বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের বার্তা একটাই, 'আপনার হার্টের যত্ন নিন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন।' পাশাপাশি এইরকম আরও হেল্থ ক্যাম্প আয়োজনের জন্য উদ্যোক্তা এবং মেডিকা হাসপাতালকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Share this:

Comments

Leave a Reply

Featured Video

Weather Forecast

Calendar